সব নাগরিককে আইন মেনে চলার আহ্বান

0
9

চুয়াডাঙ্গায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিরিক্ত এসপি কানাই লাল সরকার

নিউজ ডেস্ক:অপরাধ প্রবণতা কমানোর উদ্দেশ্যে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় সদর থানা চত্বরে ওই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার।
প্রধান অতিথির বক্তব্যে কানাই লাল সরকার বলেন, বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। সরকারের সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে বিভিন্ন প্রকার কাজ করে যাচ্ছে। এসব গণমুখী কার্যক্রমের মধ্যে একটি হলো সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে আনা। আর সেই অপরাধ প্রবণতা কমানোর জন্যই প্রতিটি মানুষের জানতে হবে, তাঁর এলাকায় কে কে অপরাধী। অনেক সময় দেখা যায়, নিজের অজান্তেও অনেকে অপরাধমূলক কর্মকা- করে থাকে। একটা সময় এ ধরনের ছোট-খাটো অনেক অপরাধীই বাড়ি-ঘর ছেড়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন ধরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে না এ সব অপরাধী। আর এখান থেকেই বড় বড় অপরাধমূলক কর্মকা- করা শুরু হয় তাদের। এসব অপরাধীর জন্যই তাদের পরিবার, সমাজ ও রাষ্ট্র বিরাট ক্ষতির মুখে পড়ছে এবং সংশ্লিষ্ট থানাগুলোতে মামলার জট বৃদ্ধি পাচ্ছে।
অনুষ্ঠানে এ ধরনের অনেক অপরাধীর নাম-ঠিকানা উল্লেখ করে কানাই লাল সরকার আরও বলেন, ‘এসব অপরাধীর বিষয়ে আপনারা জানতে পারলেন। এখন থেকে আপনাদেরও দায়িত্ব তাদের গতিবিধি লক্ষ রাখা। তাদের বিষয়ে বিস্তর খোঁজখবর নিয়ে এ ধরনের অপরাধীদের পরামর্শ দিতে হবে, তারা যেন আইনের আশ্রয় নেয়। তাদের বুঝাতে হবে, যেটাই ঘটুক, আর যাই হোক তারও মানুষ। তাদেরও সমাজে সুন্দরভাবে বসবাস করার অধিকার আছে। ফলে তারা যেন আইনের আশ্রয় নিয়ে আবার সমাজে ফিরে এসে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করতে পারে।’
সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার বলেন, ‘সরকারি-বেসরকারি সবাইকে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সবার সহযোগিতায় সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করা হবে। সব নাগরিককে আইন মেনে চলার সংস্কৃতির পথে হাঁটতে হবে। পুলিশে কর্মরত প্রত্যেক সদস্যকে অনিয়ম-দুর্নীতিমুক্ত করার চেষ্টা চলছে। এ জেলায় কোনো পুলিশ সদস্য যদি অন্যায় কিছু করেন, বিনা সংকোচে আমাকে জানাবেন। আমাদের সুযোগ্য পুলিশ সুপার যত দিন আছেন, সমস্যা তাৎক্ষণিক সমাধান করা হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সদর থানার পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবির, পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান ও পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের। এ ছাড়াও উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম হোসেন, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার, যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, পৌর কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের মেম্বারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা।