চুয়াডাঙ্গায় শুরু হলো তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন
নিউজ ডেস্ক:দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সব সন্তানদের মঙ্গল কামনায় চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী পান্না (রুপছায়া) সিনেমা হল প্রাঙ্গণে ৮ম বারের মতো শুরু হলো ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন মহালীলা কীর্তন, বার্ষিক মহোৎসব। গতকাল রোববার রাত ১১টার পরে মাথাভাঙ্গা নদী থেকে সংকল্প যাত্রাযোগে ঘটে জল নিয়ে শুভ অধিবাসের মধ্য দিয়ে এ মহানামযজ্ঞের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্ত ও পুন্যার্থীদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থল থেকে পায়ে হেটে সংকল্প যাত্রাযোগে মাথাভাঙ্গী নদী থেকে ঘটে জল নিয়ে যান দিলীপ কুমার আগরওয়ালা। এ সময় উপস্থিত ছিলেন দিলীপ কুমার আগরওয়ালার বাবা ওম প্রকাশ আগরওয়ালা, ছোট ভাই পিণ্টু আগরওয়ালা, সহধর্মিনী সবিতা আগরওয়ালাসহ পরিবারের অন্য সদস্য ও শুভাকাক্সক্ষীরা।
এবার একটানা পাঁচ দিনব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শেষে ১৮ অক্টোবর ভোগ আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও রাধা গোবিন্দের অষ্টকালীন মহালীলা কীর্তন। স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা ও তাঁর স্ত্রী স্বর্গীয় পান্না আগরওয়ালা এবং দিলীপ কুমার আগরওয়ালার মাতা স্বর্গীয় তারা দেবীর স্মরণে পাঁচদিন একটানা ভগবানের নামকীর্তন ও দিনব্যাপী মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে চলতে থাকবে এ মহানামযজ্ঞানুষ্ঠান। এবারে মহানামযজ্ঞানুষ্ঠানে ভক্তদের মধ্যে ভগবানের নামকীর্তন পরিবেশন করবে আটটি সম্প্রদায় এবং লীলা রাসমৃত স্বরণে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন মহালীলা কীর্তন পরিবেশন করবে দেশবরেণ্য আরও তিনটি সম্প্রদায়। এ মহানামযজ্ঞনুষ্ঠানকে কেন্দ্র করে চুয়াডাঙ্গাসহ আশপাশ এলাকার হিন্দু সম্প্রদায়ের সব স্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
মহানামযজ্ঞানুষ্ঠান আয়োজক ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের সহসভাপতি ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা দল-মত-ধর্ম নির্বিশেষে অনুষ্ঠানটি সার্থক করে তোলার জন্য সব স্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন।
এবার শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠানে বাবু দিলীপ কুমার আগরওয়ালার দাদাজি স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা ও দাদীজি স্বর্গীয় পান্না আগরওয়ালাসহ মাতা স্বর্গীয় তারা দেবীর জন্য বিশেষ প্রার্থনা করা হবে।