সবাইকে আইন মানার সংস্কৃতিতে বিশ্বাসী হওয়ার আহ্বান

0
9

নতুন সড়ক পরিবহন আইন প্রচারে চুয়াডাঙ্গার এসপি জাহিদুল ইসলাম

নিউজ ডেস্ক:নতুন সড়ক আইন কার্যকর করতে পরিবহন মালিক-শ্রমিকসহ গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। গতকাল শনিবার সকালে কেন্দ্রীয় বাস টার্মিনালসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে নতুন সড়ক পরিবহন আইন-সংবলিত লিফলেট বিতরণকালে তিনি এই আহ্বান জানান। পুলিশ সুপার জাহিদ বলেন, ‘সদ্য চালু হওয়া আইনটি বাস্তবায়ন ও কার্যকর করতে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক সংবাদ প্রচার ও প্রকাশ করতে হবে। পাশাপাশি পরিবহন মালিক-শ্রমিকরাও ব্যাপক প্রচার-প্রচারণা চালালে আইনটি সম্পর্কে চালক ও হেলপারেরা সচেতন হবে। এতে করে আইনটি বাস্তবায়ন ও কার্যকর সহজ হবে। ফলে সবার মধেই আইন মেনে চলার প্রবণতা সৃষ্টি হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। তবে এ ক্ষেত্রে সবাইকে আইন মানার সংস্কৃতিতে বিশ্বাসী হতে হবে।’  পুলিশ সুপার জাহিদ গতকাল শনিবার সকালে জেলা ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল, বড় বাজার শহীদ হাসান চত্বর, বিভিন্ন তেলপাম্প, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে নতুন আইন-সংবলিত লিফলেট ও সচেতনতামূলক সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি তদন্ত লুৎফুল কবির, টিআই-২ শাহাবুদ্দিন মোল্লা, টিআই-৪ শাহফুজ হোসেন, সার্জেন্ট মৃত্যুঞ্জয় প্রমুখ।  এদিকে এ মাসের প্রথম দিন থেকেই নতুন আইন কার্যকর করার কথা থাকলেও জনসচেতনতা বৃদ্ধি করতে দুই দিন ব্যাপক প্রচার-প্রচারণা শেষে আজ রোববার থেকে নতুন আইন প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা পুলিশ।