সবজির মধ্যে মিলল এক মণ গাঁজা, আটক ৩

0
9

নিউজ ডেস্ক:সবজির মধ্যে গাঁজা রেখেও রেহাই পাননি মাদক ব্যবসায়ীরা। মেহেরপুরের গাংনীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সবজিবোঝাই পিকআপ ভ্যান থেকে এক মণ গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজা পাচারের সঙ্গে জড়িত তিনজনকেও আটক করতে সক্ষম হয়েছেন ডিবির অভিযানদলের সদস্যরা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার বামন্দী এলাকায় এ অভিযান চালায় মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ডিবি। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, কুষ্টিয়ার দৌলতপুর থেকে একটি পিকআপ ভ্যানে বেগুন বোঝাই করে তার মধ্যে গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় মাদক ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী বটতলায় পিকআপ ভ্যান আটক করে তাতে তল্লাশি চালানো হয়। আটককৃতদের নামে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।