নিউজ ডেস্ক:
সন্ত্রাসবাদের বিরুদ্ধে পথে নামল একদল মুসলিম। জার্মানির রাস্তায় শান্তি মিছিলে হাঁটলেন একদল মুসলিম। আইএস জঙ্গিদের বিরুদ্ধে হাঁটার সিদ্ধান্ত নেন তারা। ইসলামের নামে সন্ত্রাস চলবে না। এমন মন্ত্র নিয়েই পথে নামেন তারা। কিছুদিনের মধ্যেই আরও বড় একটি শান্তি মিছিল বের করবে। এই প্রতিবাদের নাম দেওয়া হয়েছিল ‘রমজান মার্চ অফ পিস’। সেখানে কয়েক হাজার মানুষ যোগ দেবেন বলে জানা গেছে। মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকেই একের পর এক অ্যাটাক হয়ে চলেছে। সেইজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
পবিত্র রমজান চলাকালীন ইউরোপ ও আমেরিকায় হামলার ডাক দিয়েছে আইএস৷ সেই হুঁশিয়ারি দিয়ে ইতিমধ্যে একটি অডিও টেপও অনলাইনে ছড়িয়ে দিয়েছে তারা৷ সেখানে তাদের মুখপাত্র আবু আল-হাসান আল-মুহাজের-কে আরবি ভাষায় দিতে শোনা গিয়েছে এই হুঁশিয়ারী৷ দু’সপ্তাহ আগে ইরানে চালান হামলার কথাও উল্লেখ রয়েছে এই অডিও টেপে। ইউরোপ, আমেরিকার পাশাপাশি আইএসের নিশানা থেকে বাদ পড়েনি রাশিয়া ও অস্ট্রেলিয়াও। ইতিমধ্যে রমজান চলাকালীন বেশকিছু দেশে হামলা চালিয়েছে আইএস। ব্রিটেন, মিশর, ইরান ও ফিলিপিন্স রয়েছে এর তালিকায়৷ইরানের বুকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় নাশকতা ঘটানো হয়েছিল। চার বন্দুকবাজ হামলা চালিয়েছে ইরানের জাতীয় আইনসভা মজলিশে।
সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।