পিতা-মাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালনে ছাত্র-ছাত্রীদের অঙ্গিকার
নিউজ ডেস্ক:জীবননগর উপজেলার সিংনগর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের মায়ের পা ধৌত করে পিতা-মাতার প্রতি দায়িত্ব-কর্তব্য পালনে অঙ্গীকার করেছে। এ সময় প্রথমে ৩০ জন মায়ের হাতে তাদের সন্তানেরা একটি করে রজনীগন্ধা ফুলের স্টিক তুলে দেয়। এরপর মায়েদের পা ধৌত করে পা মুছিয়ে দেয়। গতকাল বুধবার সকাল ১০টায় সিংনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির উদ্যোগে এবং ওয়েভ ফাউন্ডেশন ও উথলী ইউনিয়নের প্রবীণ কমিটির আয়োজনে মাতা-পিতার প্রতি দায়িত্ব-কর্তব্য ও শ্রদ্ধা প্রদর্শনবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিংনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজি হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ।
তিনি তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এখন থেকে শিক্ষা নিতে হবে এবং অনুভব করতে হবে, তোমাদের পিতা-মাতা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে তোমাদের লেখাপড়ার খরচ, পোশাক-আশাক ও খাবার জোগাড় করছেন। তোমাদের মানুষের মতো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য রাত-দিন চেষ্টা করছেন তাঁরা। সেই পিতা-মাতা যখন বৃদ্ধ হবেন, তখন তাঁদের অশ্রদ্ধা ও কষ্ট দেবে না। আগামীতে তোমরাই দেশের ভবিষ্যৎ, এখন থেকে পিতা-মাতা ও বড়দের শ্রদ্ধা করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালম আজাদ, প্রবীণ কমিটির সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য ইউনুস আলী, সিংনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাবলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন এবং উথলী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রবীণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।