সড়ক নিরাপত্তা দিবস পালনে চুয়াডাঙ্গায় নিসচার সংবাদ সম্মেলন
নিউজ ডেস্ক:‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ প্রতিপাদ্যে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস পালনের লক্ষ্যে প্রচারণা, র্যালিসহ মাসব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা কমিটি। শুক্রবার বিকেলে নিসচার চুয়াডাঙ্গা জেলা কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ২২ অক্টোবর জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. হানিফ উদ্দিন।
লিখিত বক্তব্যে জানানো হয়, কর্মসূচির মধ্যে থাকবে শহরের প্রধান প্রধান সড়কে সড়ক নিরাপত্তাবিষয়ক প্রচারণা, পরিবহন শ্রমিকদের সঙ্গে সচেতনতামূলক আলোচনা, ট্রাফিক-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন মানতে পুলিশের কাজে সহযোগিতা, পথচারীদের নিয়ম মাফিক রাস্তায় চলাচল ও রাস্তা পারাপারে উদ্বুদ্ধকরণে প্রচারণা, শহরের গুরুত্বপূর্ণ মোড়, স্কুল-কলেজের সামনে ও বাসস্ট্যান্ডে সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন কর্মকা-।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুন্নাহার কাকলী, শামীম আহমেদ বিপ্লব, অর্থ সম্পাদক শামীম হোসেন, যুববিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. মানিক আকবর, দুর্ঘটনা ও গবেষণাবিষয়ক সম্পাদক জামান আখতার ও দপ্তর সম্পাদক মামুন অর রশিদ। সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, সংগঠনের সভাপতি অসুস্থতাজনিত কারণে ঢাকায় চিকিৎসাধীন থাকায় তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি।