নিজিস্ব প্রতিবেদকঃ
সচিবালয়ের সামনে ছাত্রদের ওপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
রবিবার রাত এগারোটার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক হয়ে শহরের আনসার ক্যাম্পের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে আনসারদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে ওখান থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইমতিযাজ আহম্মেদ,তামিম, মাহিনুর ইসরাম,আসিকসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।