বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘বর্তমান সংবিধানে এমন কিছু ধারা আছে সেটি দেশের বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। অন্তর্বর্তীকালীন সরকার যেন তাদের জায়গা থেকে সংবিধান সংশোধনের কাজ করে। ’
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে এক মতবিনিয়ম সভায় তিনি এ কথা বলেন। আজ সারাদিন সেখানে ছাত্রজনতার সঙ্গে মতবিনিয়ম করেন সারজিস আলমসহ অন্যরা।
তিনি বলেন, ‘১৬ বছরে রাজনৈতিক দলগুলোর ঈদের পরে, পূজার পরের আন্দোলন নয়; ছাত্রজনতার বিপ্লবেই ফ্যাসিস্টের পতন হয়েছে। ’
সারজিস বলেন, ‘ছাত্রদের ওপর মানুষের যে আস্থা, তা রাজনৈতিক দলগুলোর ওপর নেই। তাই এখন সময় সেই আস্থার প্রতিদান দেওয়ার। ’
সরাজিস বলেন, ‘পরিচ্ছন্ন দেশের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হতে হবে। অন্যথায় আবারও ফ্যাসিস্টরা ক্ষমতায় আসবে। ’