জীবননগরে তুচ্ছ ঘটনায় স্ত্রী রুনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা
নিউজ ডেস্ক:জীবননগরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় শ্বশুরের করা মামলায় জামাই সুজন মিয়াকে (২৮) যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আসামি সুজন মিয়া জীবননগর উপজেলার পাথিলা গোরস্থানপাড়ার রেজাউল করিমের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৫ অক্টোবর জীবননগর পোস্ট অফিস পাড়ার ভাড়া বাসা পরিবর্তন ও পারিবারিক কলহের জের ধরে সুজন মিয়া ও তাঁর স্ত্রী রুনা খাতুনের মধ্যে বাগবিত-া হয়। একপর্যায়ে সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে রুনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর স্ত্রীর মৃত্যু নিশ্চিত যেনে ভাড়া বাসাতেই তাঁর মরদেহ ফেলে পালিয়ে যান সুজন। খবর পেয়ে রুনার পিতা-মাতা ওই বাড়িতে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পান। এ ঘটনায় রুনার পিতা বদর উদ্দীন ম-ল বাদী হয়ে ওই দিনই জীবননগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল আলম ঘটনার তদন্ত শেষে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করেন। মোট ২১ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে রুনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর তাঁকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।