প্রতিনিধি ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈালকুপায় ইউপি মেম্বারের ক্ষমতা আর দাপটের জোরে টেন্ডার ছাড়াই সরকারি গাছ কর্তন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, ঝিনাইদহের শৈালকুপা উপজেলার আসাননগর থেকে ফুলহরি রাস্তার গ্রামীণ টাওয়ারের পশ্চিম পাশে একটি সরকারি কড়াই গাছ ইউপি মেম্বার ক্ষমতা আর দাপটের জোরে টেন্ডার ছাড়াই সরকারি গাছ কর্তন করা হয়েছে। শৈালকুপার ১৫ নং ফুলহরী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার আমিরুল ইসলাম, ভগবান নগর ঘোপপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটই বাজারের আসাননগর থেকে ফুলহরি রাস্তার গ্রামীণ টাওয়ারের পশ্চিম পাশে তিন মাস আগে আমিরুল ইসলাম ঐ স্থানেই রাস্তার পাশে পাঁচ শতক জমি ক্রয় করে। মেম্বার আমিরুল এলাকার লোকদের ভুল ভাল বুঝিয়ে আয় ওয়াশ করে অনেক দিন আগে থেকেই গাছ কাটার পায়তারা চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত এলাকার সমস্ত লোকজনের চোখ ফাঁকি দিয়ে, সরকারি অফিস আদালত বন্ধ থাকাবস্থায়, শুক্রবারের দিনটিতে কড়াই গাছটি কেটে ফেললেন। এ ব্যপারে মেম্বার আমিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নায়েব সাহেবের কাছে শুনেছি। তিনি বলেছেন, তোমার গাছ হলে তুমি কেটে নাও। এ সময় নায়েব সাহেবের নাম্বারে ফোন দিলে ০১৭১৮৮০২০৩৭ তিনি ফোনটি রিসিভ না করার কারনে কথা বলা সম্ভব হয়নি।