শৈলকুপায় ৫০০ পরিবারের মাঝে বিএনপি নেতার ত্রান বিতরণ

0
11

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রীবেনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ত্রান বিতরণ করছেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জাফর ইকবাল মোল্লা। এক সপ্তাহ ধরে তিনি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে কর্মহীন অসহায় দিনমজুর পরিবারের মাঝে ত্রান বিতরণ করে যাচ্ছেন। বৃহস্পতিবার গ্রামের মাঝের পাড়ায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ উদ্দীন মোল্লা, যুবদল নেতা আমিরুল ইসলাম ও লাভলু মন্ডল উপস্থিত ছিলেন। ত্রীবেনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর ইকবাল মোল্লা জানান, করোনা পরিস্থিতি যতদিন থাকবে ততদিন তিনি হতদরিদ্রদের পাশে দাড়াবেন। তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে তিনি এই ত্রান বিতরণ করে অসাহায়দের পাশে থাকার চেষ্টা করছেন।

ঝিনাইদহে কৃষকের জমির ধান কেটে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে শ্রমিক সংকট নিরসণে এক কৃষকের ২ বিঘা জমির ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চাকলাপাড়া এলাকার কৃষক হবিবর রহমানের ক্ষেতের ধান কেটে দেয় তারা। ধান কেটে জমিতে রেখেন আসেন। পরে শুকালে তা বেঁধে মাড়াই করে দেওয়া হবে বলে জানায় ছাত্র লীগের নেতাকর্মীরা। এতে অংশ নেয় জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ ছাত্রলীগের প্রায় ৩০ জন নেতাকর্মী। ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বোরো ধান কর্তনে কৃষকদের শ্রমিক সংকট নিরসনে ছাত্রলী লীগ এ কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে আমরা একটি কমিটি গঠন করেছি। কমিটির সদস্যদের নাম ও মোবাইল নম্বরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছে। সেখান থেকে নম্বর সংগ্রহ করে কৃষক হবিবর রহমান ফোন করে বিষয়টি জানালে আমরা তার ধান কেটে দিয়েছি। জেলার যেকোন প্রান্ত থেকে কৃষক ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের ধান কেটে দেওয়ার চেষ্টা করবো।