স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপার উমেদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে। সভাপতি মিজানুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশা ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মনিরুল ইসলাম বাচ্চু মোল্লা। শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার কবিরপুর শ্রমিক লীগ কার্যালয়ে ইফতারের আগ মুহুর্তে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজাদ রহমান ও সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর স্বাক্ষরিত দলীয় প্যাডে ১৩ নং উমেদপুর ইউনিয়ন শাখার কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।কমিটি ঘোষনা করেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সরোয়ার জাহান বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মফিজুল ইসলাম, শৈলকুপা শ্রমিকলীগ নেতা আজমত শেখ, স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সভাপতি আজাদ রহমান, সাধারন সম্পাদক রাজিব বাহাদুর, সহ-সভাপতি ইমরান খান বাচ্চু, সাবেক ছাত্রলীগ নেতা জুলফিকার কায়ছার টিপু, রেজাউল ইসলাম রাজু, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাউন্সিলর শফিকুল ইসলাম শফি, সাধারন সম্পাদক সাগর হোসেন সহ আরও অনেকে।