স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদেহের শৈলকুপায় সন্ত্রাসীরা এক দিনমুজুরের ঘর ভেঙ্গে প্রায় ৩লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের সরুপ নগর গ্রামের দিনমুজুর গবিন্দ কুমার মন্ডলের সাথে প্রতিবেশী চন্ডিচরন মন্ডলের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তার জের ধরে রবিবার সন্ধ্যায় দিনমুজুর গবিন্দ কুমার মন্ডলের বাড়িতে সন্ত্রাসীরা অর্তকিত ভাবে হামলা চালিয়ে ঘরবাড়ি ব্যাপক ভাবে ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং দুইজন মহিলা কে তারা মারধর করে আহত করেছে। এ ব্যাপারে গবিন্দ কুমার মন্ডলের স্ত্রী অর্পনা রানী মন্ডল জানান, প্রতিবেশী নিমাই কুমার, পল্লী চিকিৎসক বাবু কুমার, সন্যাসী, বিষ্ণ, বিপ্লব, স্বপন কুমার, নিলকোমল মন্ডল, পরিতোশ, দিনাজ, নিশিত, নিলকান্ত, রবে, উত্তম মন্ডলসহ ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল রামদা, কুড়াল, দাসহ দেশীয় অস্ত্র নিয়ে অমার বাড়ীতে হামরা করে দুইটা ঘর ভাংচুর করে সোনার চেইন, কানের দুল, দুইটা রুলি ও নগদ ৩০ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় অভিযোগ করেন ও ঘরবাড়ী ভাংচুর করে ভিটাবাড়ী দখলের চেষ্টা চালায়। অভিযুক্ত চন্ডিচরন মন্ডল জানান, আমার ক্রয়কৃত সম্পত্তির উপর থাকা ঘর সড়িয়ে নিতে বলিলেও তা না সরিয়ে আমার সাথে বিরোধ করে আসছিল। তবে এই ঘটনার সাথে আমরা জড়িত নয়। স্থানীয় চেয়ারম্যান নজরূল ইসলাম ও ইউপি মেম্বর পলাশ কুমার জানান, আমরা অনেক বার সালিশ মিটিং করেও এই বিরোধ মিমাংশা করতে পারিনি। এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনবো। এ খবর লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।