প্রতিনিধি ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় ছড়িয়ে পড়েছে মোবাইল কোর্ট আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম মুনীম লিংকন ভ্রাম্যমান আদালত বসিয়ে ড্রেজার মেশিন আগুন দিয়ে জ্বালিয়ে দেন। এ সময় ড্রেজারে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদির তালিকা জব্দ হয়েছে। মোবাইল কোর্ট সূত্র জানায়, উপজেলার বসন্তপুর ব্রীজের সন্নিকটে কালী নদীর তলদেশ থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরেই বালু উত্তোলন করা হচ্ছিল। এ সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালতের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরে বালু উত্তোলনকাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম মুনীম লিংকন জানান, নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এর আগেও অভিযান পরিচালনা করে দোষীদের শাস্তি ও অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। আজ বসন্তপুর ব্রীজের সন্নিকটে কালী নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করাকালীন ড্রেজার মেশিন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এ অভিযান অব্যাহত থাকবে।