ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ শৈলকুপায় ইভটিজিং করার অপরাধে আজগর (২২) নামে এক যুবককে বেধড়ক মারপিট করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের ইটালি গ্রামে। সে ঔ গ্রামের খাইরুল ইসলামের ছেলে ও ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র। তবে মেয়ের কাছ থেকে ইভটিজিং এর বিষয় জানতে চাইলে সাংবাদিকের সামনে মেয়েকে আনতে রাজি হয়নি মেয়ের পরিবার।
জানা গেছে, ইটালি গ্রামের রবিউল ইসলামের ৮ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে প্রতিনিয়তই স্কুল থেকে বাড়ী ফেরার পথে বিরক্ত করে আসছিল বলে অভিযোগ আজগরের বিরুদ্ধে। শুক্রবার সকালে ইভটিজিং করার জন্য বাড়ীর সামনের মাঠে বসে ছিল আজগর। এমনই অভিযোগ করেন মেয়ের বাবা রবিউল। পরে বেশ কয়েকজন তাকে ধরে মারধর করে। এক পর্যায়ে গ্রাম্য মাতব্বরের কাছে আজগরকে বুঝে দেয়।
ছেলের পক্ষের মাতব্বর মিছার উদ্দিন বলেন ,আজগরকে বেধড়ক পিটিয়ে তাদের কাছে খবর দেয়। খবর পেয়ে ছেলের বাবাকে সাথে নিয়ে ঘটনা স্থলে পৌছালে মেয়ের কাছে বিষয়টি জানতে চাইলে তারা মেয়েকে সামনে আনতে ব্যর্থ হন। তাদের দাবি ছিল মেয়ে যদি বলে তাকে বিরক্ত করেছে তাহলে তারাও এর বিচার করবে।
এদিকে ছেলের বাবা রবিউল ইসলাম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে মেয়ের পরিবারের সাথে তাদের একটা পূর্ব শত্রুতা রয়েছে। এনিয়ে একটি মামলাও চলছে। তার দাবি আজগর মাঠে গরুর জন্য ঘাষ আনতে গেলে সেখান থেকে ধরে নিয়ে ষড়যন্ত্র করে ৮/১০ জন মিলে তাকে বেধড়ক মারপিট করে। পরে মেয়েকে ইভটিজিং করেছে বলে তার ছেলেকে ফাঁসানো হয়।