ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ শৈলকুপার এবার দামুকদিয়া গ্রামে এবার বড় ছেলে ও ছেলের বৌ কর্তৃক তার বাবা-মাকে বিভিন্ন সময় মারধর ও খেতে না দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার উপজেলা নির্বাহী কার্যালয়ে অভিযোগ দিয়েছেন হতভাগা বাবা-মা এর মেয়েরা। রবিবার তাঁদের দুই মেয়ে অফিসে এসে তাঁদের ভাই ও ভাবী কর্তৃক দীর্ঘদিন থেকে বাবা-মাকে নির্যাতনের বর্ণনা দেন। নির্যাতনের কারণে তাঁর মা একবার বিষ পান করেও প্রাণে বেঁচে যান। এছাড়া বাবা-মাকে একবার মেরে রক্তাক্ত পর্যন্ত করেছেন। জানা গেছে, তাঁদের পিতার ১২ বিঘার মত সম্পত্তি ছিল, যা সব ছেলে-মেয়ের নামে ভাগ করে দিয়েছেন। এখন বৃদ্ধ বাবা-মায়ের তিন বেলা দুমুঠো খাবার এর বন্দোবস্ত নাই, এমনকি মাথা গোজার ঠাইও নাই। তাঁরা এর সুষ্ঠু সমাধান চান। এ বিষয়ে পরে শুনানী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ।