শীর্ষ নারী মাদকব্যবসায়ী রশিদাসহ আটক-৩

0
8

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ফাঁড়ি ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চলিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মহিলা মাদক ব্যবসায়ী আকন্দবাড়ীয়া ফার্মপাড়ার রশিদাসহ তিনজনকে আটক করেছে। এ সময় আটককৃত আসামীদের কাছ থেকে ২১ বোতল ফেনসিডিল ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত এ সকল আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
গতকাল সোমবার পৃথক সময়ে আকন্দবাড়ীয়া ফার্মপাড়া, দর্শনা রেল বাজারসহ চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় এলাকাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হল- রশিদা (৪৫), নূর নবী (৪৪) ও তোতা মিয়া (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে বেগমপুর ফাঁড়ি পুলিশ জানতে পারে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকায় একজন মহিলা মাদকদ্রব্য নিয়ে তার নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বেগমপুর ফাঁড়ি পুলিশের এসআই আফজাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার রবিউল ইসলামের স্ত্রী, অত্র অঞ্চলের মাদক স¤্রাজ্ঞী জুলিয়ার মা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একাধিক মাদক মামলার আসামী, রশিদাকে আটক করেন। এ সময় নারী কন্সটেবল আটককৃত ওই মহিলা মাদক ব্যবসায়ীর শরীর তল্লাশি করলে তার মাজায় বিশেষ কায়দায় রাখা ৭ বোতর ফেনসিডিল ও হাতের মধ্যে রাখা ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসলাম পারভেজসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা শেখ পাড়ার মৃত মতলেব মন্ডলের ছেলে তোতা মিয়াকে আটক করেন। এ সময় তোতা মিয়ার শরীর তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম, এএসআই আশিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার রেল গেইট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মিলপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে নূর নবীকে ৪ বোতল ফেনসিডিলসহ আটক করেন। পরে গ্রেফতারকৃত এ সকল আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফজতে সোপর্দ করা হয়। আজ এ সকল আসামীদের আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।