নিউজ ডেস্ক:
রাজধানীর কামরাঙ্গীরচর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু সুমাইয়া অপহরণ মামলায় মো. বিল্লাল নামে এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার এসআই রাজিবুল ইসলাম গতকাল মঙ্গলবার বিল্লালকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
এদিকে আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার মামলার প্রধান আসামি বৃষ্টি ১৬৪ ধারায় অপহরণের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। স্বীকারোক্তিতে বৃষ্টি মো. বিল্লালের নাম বলেন। সেই সূত্র ধরে পুলিশ বিল্লালকে আটক করে। গত ২৬ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর কদমতলী থানার জুরাইনের রহমতবাগ এলাকা থেকে শিশু সুমাইয়াকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জুরাইনের রহমতবাগ এলাকার দক্ষিণ দনিয়ায় কামাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভাড়াটিয়া সিরাজুল ইসলামের ঘর থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়।
গত ২ এপ্রিল কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হয় ছয় বছরের শিশু সুমাইয়া। এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়। এর পর থেকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু হয়।