নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও অস্ট্রেলিয়া ক্রিকেট দল শিগগিরই পাকিস্তান সফরে যাচ্ছেন বলে আভাস দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাথারল্যান্ড।
দ্য ডনের খবরে বলা হয়, সম্প্রতি লাহোরে বিশ্ব একাদশের সঙ্গে পাকিস্তানের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ সফলভাবে সম্পন্নের পর আইসিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলে সাথারল্যান্ড এ কথা জানান।
অস্ট্রেলিয়া সর্বশেষ পাকিস্তান সফর করেছে ১৯৯৮ সালে। সূচি অনুযায়ী আগামী বছর পাকিস্তান সফর করার কথা অস্ট্রেলিয়ার। কিন্তু এখনই সেই সম্ভাবনা দেখছেন সিএ।
জেমস সাথারল্যান্ড বলেন, শিগগিরই অজিদের পাকিস্তানের গিয়ে খেলার কোনো সম্ভাবনা দেখছি না।