শিক্ষাবৃত্তির টাকা শিক্ষার কাজে ব্যয় করতে হবে

0
11

আত্মবিশ্বাসের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাস কর্তৃক ৫০ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গাস্থ ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহয়তায় ও আত্মবিশ্বাসের আয়োজনে সংস্থার উপকারভোগী সদস্যদের দরিদ্র-মেধাবী শিক্ষার্থী সন্তানদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে ৫০ জন শিক্ষার্থীকে ৬ লাখ টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এর মধ্যে ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৫ জন শিক্ষার্থী ১ম দফা এবং ২০১৭ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৫ জন শিক্ষার্থী ২য় দফা শিক্ষা বৃত্তি গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার খাইরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, পিকেএসএফ ও আত্মবিশ্বাসের এই মহৎ উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই শিক্ষাবৃত্তির টাকা তোমরা সকলে শিক্ষার কাজে ব্যয় করবে বলে আমি আশা রাখি। তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের বলেন, চুয়াডাঙ্গা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে এবং বাল্যবিবাহ, মাদক, আত্মহত্যা প্রবণতা, বিবাহ বিচ্ছেদ এর সমস্যাসমূহ আশঙ্কাজনক অবস্থা বিরাজ করছে। তিনি সকলকে এই সমস্যা থেকে উত্তরণের জন্য সচেতন হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস। এছাড়া আরো বক্তব্য রাখেন এ্যাড. আলমগীর হোসেন, অভিভাবকদের পক্ষে মজিবর রহমান, শিক্ষার্থীদের পক্ষে অর্পা রানী দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিষদের সভাপতি মিসেস সালমা আছিফ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহেদ হাসান হালিম ও হাসান। সহযোগিতায় ছিলেন রফিকুল হাসান জোয়ার্দ্দার, আককাস আলী, এ.কে.এম হাসানুজ্জামান, জাহাঙ্গীর আলম ও শাহ্ আলম আলো।