শিক্ষক গ্রেফতার : মুচলেকায় মুক্তি

0
10

জীবননগরে ইউএনও-ওসির নামে ফেসবুকে মন্তব্য
নিউজ ডেস্ক:জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার নামে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় ধর্মীয় শিক্ষককে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা দিয়ে সে মুক্তি পায়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁকা গ্রাম থেকে তাকে আটক করে।
জানা গেছে, সম্প্রতি গত কয়েকদিন আগে উপজেলার বাঁকা ব্রিক্স ফিল্ড এলাকার সাথী অটো রাইস মিলের সামনে সড়ক দুর্ঘটনায় একজন পথচারী নিহত হয়। এ সংবাদটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন ব্যক্তি মন্তব্য প্রকাশ করে। এর মধ্যে বাঁকা গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাসেম সরকার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জীবননগর থানার ওসিকে অবহেলার দোষ দিয়ে ফেসবুকের ওই পোস্টে একটি আপত্তিকর মন্তব্য করে। তার ওই মন্তব্যটি জনমুখে নানা প্রশ্নের সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ হাসেম সরকারকে আটক করে থানায় নিয়ে আসে। হাসেম সরকারের বিরুদ্ধে আনিত অভিযোগটি সে নিজ মুখে স্বীকার করে। পরে মুচলেকা দিয়ে থানা থেকে সে মুক্তি পায়। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার সাথে কথা বলার চেষ্টা করা হলে ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।