শিক্ষকসহ সবার সহযোগিতা চাইলেন নবাগত ওসি আশিক

0
9

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমানের সঙ্গে শিক্ষকদের সাক্ষাত
নিউজ ডেস্ক:আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমানের সঙ্গে উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় ওসি সৈয়দ আশিকুর রহমানকে সম্মাননা স্বারক প্রদান করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। গতকাল বেলা ২ টার দিকে আলমডাঙ্গা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আলমডাঙ্গার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমানের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সৌজন্য সাক্ষাতকালে ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, আপনাদের যে কোনো ভালো কাজে আমাকে সর্বদা সঙ্গে পাবেন। আমি এ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিক্ষকসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সাধারণ সম্পাদক আলম হোসেন, প্রধান শিক্ষক খন্দকার আলহাজ্ব রাকিবুস সালেহীন, হারেজ উদ্দিন, আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, জাকির হোসেন, এনামুল হক, সহকারি শিক্ষক রিজভী আহম্মেদ প্রমুখ। সাক্ষাত শেষে শিক্ষক নেতৃবৃন্দ ওসির সঙ্গে মধ্যহ্নভোজ করেন।