নিউজ ডেস্ক:
খুব শীঘ্রই বিশ্বের দ্রুততম সুপারজেট হিসেবে গণ্য হতে যাচ্ছে ‘বুম এক্সবি-ওয়ান’। বুম সুপারসোনিকের এই সুপারজেটটি ছুটবে শব্দের চেয়েও দ্রুত গতিতে। এছাড়া, এটি উড়বে আকাশের সর্বোচ্চ উচ্চতায়।
বুম এক্সবি-ওয়ান সুপারজেটটি ঘন্টায় ২৩৩৫ কিলোমিটার বেগে চলবে, যা শব্দের গতিবেগের প্রায় দ্বিগুণ। এছাড়া, এই জেটটি ভূপৃষ্ঠ থেকে ৬০ হাজার ফুট উপরে উড়বে। তাই পৃথিবীর যেকোন জায়গায় অত্যন্ত কম সময়ে পৌঁছনো সম্ভব হবে এই সুপারসোনিক জেটের মাধ্যমে।
বুম সুপারসোনিকের দ্রুততম এই জেট তৈরির জন্য মোট খরচ হবে ৩২৯ মিলিয়ন ডলার। এখনও পর্যন্ত ফান্ডে ৪৩ মিলিয়ন ডলার আছে। বহু বিনিয়োগকারীরাও এই বুম সুপারসোনিকের এই প্রজেক্টটি সফল করার জন্য উদ্যোগ নিয়েছেন। এছাড়া, এই সুপারজেটের টিকিটি থেকেও বাকি টাকা উঠবে বলে মনে করছে বুম সুপারসোনিক কর্তৃপক্ষ। টিকিটের দাম ৬,৬০০ ডলার এবং একটি সুপারজেটে থাকবে ৪৫ টি করে আসন। সারা বিশ্বে ৫০০ টি রুটে এই সুপারজেট চলবে। ২০২০ সালের পর থেকে বাণিজ্যিক ভাবে এই সুপারজেট চলতে শুরু করবে বলে আশা করছে বুম সুপারসোনিক।