চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাস্টার প্যারেডে এসপি মাহবুবুর রহমান পিপিএম
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল আটটায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) এ প্যারেড পরিদর্শন করেন। জেলা পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন ইউনিটের সর্বস্তরের মোট ২০৮ জন পুলিশ সদস্য মাস্টার প্যারেডে অংশগ্রহণ করেন। প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন পুলিশ লাইনসের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) আবু তৈয়ব।চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল আটটায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) এ প্যারেড পরিদর্শন করেন। জেলা পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন ইউনিটের সর্বস্তরের মোট ২০৮ জন পুলিশ সদস্য মাস্টার প্যারেডে অংশগ্রহণ করেন। প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন পুলিশ লাইনসের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) আবু তৈয়ব।এ সময় পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) অংশগ্রহণকারীদের উদ্দেশে তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা শত প্রতিকূলতার মধ্যেও আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সব সময় অবিচল থাকব। এ মাস্টার প্যারেড বাহিনীর সুশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মধ্যে শৃঙ্খলাবোধটা সব সময় থাকতে হবে। আমরা যেভাবেই চলি না কেন, সেটুকু আমাদের সবার মধ্যে সমবণ্টনের ভিত্তিতে ভাগ করে নিতে হবে।’ এদিকে, আজ সোমবার সকালে পুলিশ লাইনসে মাসিক কল্যাণ সভার আহ্বান জানান পুলিশ সুপার। সভা শেষে উপস্থিত সব সদস্যদের নিয়ে একসঙ্গে মধ্যাহ্নভোজের ঘোষণা দেন তিনি।