নিউজ ডেস্ক: কিছুতেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল, একদিক অবৈধ যানবহনের বেপরোয়া গতি অন্যদিকে বৈধ যানবহনের চালকের দ্রুতগতির কারণে দিনদিন বাড়ছে সড়কে মৃত্যুর মিছিল। সেই মিছিলে যোগ হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের যুবক মুন্না ওরফে মিঠু। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি করিমনের সাথে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মিঠু। মুহুর্তের মধ্যেই এমন বিভীষিকাময় অপ্রত্যাশিত দৃশ্য থেকে প্রত্যক্ষদর্শীদের অনেকেই কিংকর্তব্যবিমুঢ়। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের পিয়ার আলীর ছেলে মুন্না ওরফে মিঠু (২৬) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বলদিয়া মাদ্রাসা মোড় থেকে নিজ বাড়ি ফুলবাড়ী গ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাইনেপাড়ার ছোট একটি মোড় অতিক্রম করতে গিয়ে সামনে থেকে আসা একটি স্যালো মেশিন চালিত করিমন গাড়ীর সাথে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্র্শীরা ছুটে এসে তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মুহুর্তের মধ্যেই এমন বিভীষিকাময় অপ্রত্যাশিত দৃশ্য থেকে প্রত্যক্ষদর্শীদের কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তিতুদহ ক্যাম্প ইনচার্জ কিশোরের নেত্বতে একটি দল। তারা ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনে লাশ উদ্ধার করে। তবে এঘটনায় কোন অভিযোগ না থাকায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত মুন্নার লাশ নিজ গ্রামের কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছিলো।