চুয়াডাঙ্গা সরকারি বালিকা ও ভি জে উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, এখনকার ছেলেদের সঙ্গে তালমিলিয়ে মেয়েরাও এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ছেলে ও মেয়েদের সমান অধিকার নিশ্চিত করা হচ্ছে। কারও করুণা বা সহযোগিতা নিয়ে নয়, নিজ যোগ্যতায় উঠে আসতে হবে। এ প্রতিযোগিতার যুগে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও মনোনিবেশ করতে হবে। যত বাধাই আসুক, সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের অনেক দায়িত্ব রয়েছে। খেয়াল রাখতে হবে, যেন সন্তানেরা বিপথগামী না হয়। সন্তানদের বাল্যবিবাহ দিয়ে তাদের বেড়ে ওঠার বয়সে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। তাদের লেখাপড়া করতে দিন, মাঠে খেলতে দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু-কিশোরদের ভালোবাসতেন। তিনি জাতির ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেছিলেন। সে স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার মতো আর কেউ শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার ওপর এত নজর দেয়নি।’ এ সময় প্রতিষ্ঠানের নানা সমস্যা ও সমাধান নিয়ে শিক্ষার্থীদের উন্মুক্ত দাবির পরিপ্রেক্ষিতে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘গার্লস স্কুলে অডিটরিয়াম নেই, বিষয়টি আমার জানা আছে। শিগগিরই আমি এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবের সঙ্গে আলোচনা করব। সেই সঙ্গে একটি লাইব্রেরির ব্যবস্থা আমি করে দেব। কিন্তু লাইব্রেরিতে বই পড়ার মানুষ থাকতে হবে। শুধু বইভর্তি লাইব্রেরি থেকে কাজ হবে না, যদি বই পড়া না হয়।’ আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইলা হক, সাবেক সহকারী শিক্ষক শহিদুল ইসলাম ও ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতিকণা বিশ্বাস। বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জারিন তাসনিম ও আনিকা তাবাস্সুম রশিদের সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়াও শ্রেণিভিত্তিক মেধাক্রম অনুযায়ী ৫৩ শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ:গতকাল সোমবার বিকেল চারটায় ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের অডিটরিয়ামে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মুহ. শামসুজ্জোহা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল। বক্তব্যপর্ব শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়াও ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-২০১৯’ সাতজন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন। আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা।