নিউজ ডেস্ক:
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী একই আসনের প্রাক্তন এমপি ডা. আব্দুল কাদের খানের বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোক্তারুল আলম গত বৃহস্পতিবার গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট শহীদুল্লাহর আদালতে এ চার্জশিট দাখিল করেন।
তিনি আরো জানান, চার্জশিটে কাদের খানকে শুধুমাত্র আসামি করা হয়েছে। এমপি লিটন হত্যা মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি (খানবাড়ি) গ্রামের বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় ৬ রাউন্ড গুলিসহ ম্যাগজিন ও পিস্তুল উদ্ধার করা হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়।
গত ২১ ফেব্রুয়ারি বিকেলে বগুড়া জেলা শহরের কাদের খানের গরীব শাহ ক্লিনিক থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ২২ ফেব্রুয়ারি কাদের খানকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে থাকা অবস্থার চতুর্থ দিনে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে লিটন হত্যার দায় স্বীকার করেন কাদের খান। বর্তমানে তিনি জেলা কারাগারে রয়েছেন।
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহবাজ (মাস্টারপাড়া) গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন মনজুরুল ইসলাম লিটন। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এমপি লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে পরদিন সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।