মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়ন দলীয় অস্থায়ী কার্যালয়ে ২১শে জুলাই (শুক্রবার) সকাল ১০টায় অইউনিয়ন জাতীয় পার্টির এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দের দাবির মুখে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি আবু তালহাকে তার দূর্নিতির কারনে অবাচ্ছিত ঘোষণা করেন এবং ইউনিয়ন জাপার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
সূত্রে জানা যায়, ইউনিয়ন জাপার আহব্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমানের (সাবেক চেয়ারম্যান) সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন নাটোর জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম খান ডাবলু, বিশেষ অতিথী ছিলেন, নাটোর জেলা জাপার সহ-সভাপতি ও লালপুর উপজেলা জাপার সভাপতি অধ্যাপক শাহীন ইসলাম, জেলা জাপার যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাড. সোহেল রানা, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রান্টু, বাগাতিপাড়া উপজেলা জাপার সভাপতি শমশের আলী, গোপালপুর পৌর জাপার সভাপতি রোকনুজ্জামান রুবেল, নাটোর জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব সালমান হোসাইন, লালপুর উপজেলা জাতীয় স্বেচ্ছাসেক পার্টির সভাপতি জালাল উদ্দিন, উপজেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা জাতীয় ছাত্র সমাজের আহব্বায়ক কমিটির সদস্য এনামূল হক, রনি প্রাং, কদিমচিলান ইউনিয়ন জাপার সদস্য সচিব আব্দুল লতিফ, যুগ্ন-আহব্বায়ক ওয়াহাব আলীসহ ইউনিয়নের ও ওয়ার্ডের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মীসভায় স্থানীয় নেতাদের দাবীর মুখে দূর্নীতিবাজ, মদ ব্যাবসায়ী ও অ সাংগঠনিক ব্যাক্তি সাবেক এমপি তালহাকে অবাচ্ছিত ঘোষণা করেন ও বহিস্কার দাবি জানান।
কর্মীসভা শেষে ১০ নং কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ সিদ্দিকুর রহমান কে সভাপতি ও আব্দুল লতিফ কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।