লামা (বান্দরবান) প্রতিনিধি : লামায় সম্প্রীতি সু-রক্ষায় মত বিনিময় সভায় পৃথক দু’টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন-এর আয়োজনে সম্প্রীতি সু-রক্ষা মতবিনিময় সমাবেশ ও সাড়ে ১১ টায় মাতামুহুরী কলেজে জঙ্গিবাদ সন্ত্রাস প্রতিরোধ গণসচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। ইসলামিক ফাউন্ডেশন লামা ফিল্ড সুপার ভাইজার মোজাম্মেল হক-এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান উপ-পরিচালক মনিরুজ্জামান। স্বাগতিক বক্তব্যদেন ফিল্ড সুপার ভাইজার ইসলামিক ফাউন্ডেশন লামা জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, লামা থানা ভারপ্রাপ্ত কর্মকতর্দা আনোয়ার হোসনে, ভাইস চেয়ারম্যান শরাবান তহুরা, প্রেসক্লাব সেক্রেটারী মো.কামরুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে মিয়ানমার কর্তৃক নির্যাতিত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা নাগরিকদের প্রতি প্রত্যেকে সদয় আচরণ করবো। একই সাথে পার্বত্যাঞ্চলে বসবাসরত ১৪টি জাতিগোষ্ঠির দীর্ঘ লালিত ঐতিহ্য ও সম্প্রীতি সু-রক্ষায় সজাগ থাকতে হবে। কেউ যেন ধর্মীয় উগ্রসেন্টিমেন্ট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে মসজিদের ইমাম-মোয়াজ্জিনসহ সকল ধর্মীয় গুরুরা দায়িত্বশীলতার সাথে সচেতন দৃষ্টিভঙ্গি লালন করতে হবে। মসজিদের ইমাম মোয়াজ্জিনগণ ধর্মীয় আলোচনায় সংখ্যালগুদের নিরাপত্তায় মহানবী (স:) এর জীবনাদর্শ প্রচারের আহ্বান জানানো হয়।
এদিকে বেলা সাড়ে ১১টায় মাতামুহুরী কলেজে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক গণসচেতনতা সৃষ্টি মূলক উদ্বুদ্বকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক মিশন ও ইসলামিক ফাউন্ডেশন আজিজ নগর কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু। মাতামুহুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান উপ-পরিচালক মনিরুজ্জামান। বক্তব্যদেন, মাতামুহুরী কলেজের সিনিয়ন প্রভাষক আবুল বাশার, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া, লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ও ইসলামিক মিশন, ইসলামিক ফাউন্ডেশন আজিজ নগর-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহাম্মদ আলী প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ বিরোধী একশ্রেণির মানুষ ইসলামের নামে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করার জন্য শান্তিপ্রিয় যুব সমাজকে বিভ্রান্ত করার মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাসমূলক কর্মকান্ডে সম্প্রক্ত করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এর বিরুদ্ধে ঘোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান সরকার এর বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম ঘোষণা করেছেন। যুব সমাজ যেন এসব জগণ্য ঘন্য কাজে সম্পৃক্ত হতে না পারে এর জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষে ইসলামিক মিশন, ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
বক্তারা বলেন, মীয়ানমার কর্তৃক বিতাড়িত রোহিঙ্গা নাগরিকদের নিয়ে কোন ধরণের অপরাজনীতিতে কাউকে জড়ানোর সুযোগ দেয়া হবে না। অনুষ্ঠান শেষে দেশবাসীর শান্তি কামণা করে মোনাজাত করা হয়।