লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে রাস্তার পাশে লুঙ্গি ও কার্টনে মোড়ানো এক নবজাতকের মরদেহ পড়ে রয়েছে।বৃহস্পতিবার সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের তোরাবগঞ্জ বাজারের দক্ষিণ পাশে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেন।
স্থানীয়দের ধারণা, অবৈধভাবে জন্ম হওয়া এ নবজাতককে শ্বাসরোধ করে হত্যা করে রাতের কোনো একসময়ে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া হয়েছে। মরদেহের নাক দিয়ে রক্ত ঝরছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।