লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ পরিবার পলিকল্পনা জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” এই স্লোগানে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটি উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হুমায়রা বেগম। পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ।
সভায় পরিবার পরিকল্পনা মেনে চলার জন্য এবং তা বাস্তবায়ন করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। এর আগে উপজেলা পরিষদ থেকে বর্নাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট ভবনে গিয়ে শেষ হয়।