লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের বালাইশপুর থেকে ২টি একনলা বন্দুক, ১টি দোনলা বন্দুক ও ১৮ রাউন্ড গুলিসহ জাহাঙ্গীর নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। সোমবার ভোর রাতে বশিকপুর ইউনিয়নের বালাইশপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর (৪০) একই এলাকার শাহ আলমের পুত্র। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বালাইশপুর গ্রামে অভিযান চালিয়ে প্রথমে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকার একটি মোস্তাক বাগান থেকে বস্তা ভর্তি অবস্থায় ৩টি বন্দুক, ১২ রাউন্ড লাইফেলের গুলি ও ৬ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি ।
সিং- মো. মোক্তার হোসেন, অফিসার ইনচার্জ (ওসি), চন্দ্রগঞ্জ থানা, লক্ষ্মীপুর।