মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধিঃ- লক্ষীপুরের রামগঞ্জে পূর্ব শত্রæতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুধের সাথে কৌশলে বিষ মিশিয়ে মহসিন ভূইয়া (৪৭) নামের এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের ৫নং সাউধেরখীল ওয়ার্ড আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও সাউধেরখীল সূজা ভূইয়া বাড়ীর মৃত হাবিব উল্যা ভূইয়ার ছেলে। মঙ্গলবার রাত ১১টায় এ ঘটনা ঘটে।
মৃত মহসিন ভূইয়ার চাচা জানান, কেথুড়ী আল আমিন মাদ্রাসা সংলগ্ন বাজারের কনফেকশনারী ব্যবসায়ী মহসিন ভূইয়া প্রতিদিনকার মতো রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ীতে খাবার খাওয়ার পর দুধ পান করে। কিছুক্ষন পরেই তার প্রচন্ড বুক ব্যথা শুরু হলে বাড়ীর লোকজন তাকে দ্রæত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, বাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের কারনে গত চার বছর পূর্বেও খাবারের সাথে বিষ মিশিয়ে দিলে মহসিন ভূইয়া পরিবারের ৬/৭ জন্য লোক মারাত্মক অসুস্থ্য হয়ে হসপিটালে চিকিৎসা নেয়।
এ ব্যপারে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃব্যরত চিকিৎসক ডাক্তার রওশন জামিল জানান, রোগীর অবস্থা খুব নাজুক ছিলো। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছি, তার আগেই রোগীর মৃত্যু হয়েছে। তবে রোগীর নাক মুখ থেকে প্রচন্ড দূর্ঘন্ধ পেয়েছি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া জানান, ঘটনাটি জানতে পেরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ল²ীপুর হসপিটাল মর্গে প্রেরন করেছে।