মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধিঃ- লক্ষীপুরে সাবেক ছাত্রলীগের নেতা এম এ শহীদের হত্যাকারীদের দ্রæত বিচার ট্রাইব্যুনালে শাস্তির আওতায় এনে ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে।
একই সঙ্গে শহরের উত্তর তেমুহনীস্থ ট্রাফিক চত্ত¡রে শহীদের নামকরণে স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবীও করা হয় এ মানববন্ধনে।
সোমবার (৪জুন) জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ শহীদের ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ল²ীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন আহমদ ভূঁইয়া, সাবেক ছাত্রলীগ নেতা আহসানুল কবির রিপন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা বেলায়েত হোসেন বেলাল, নজরুল ইসলাম ভুলু, স্বেচ্ছাসেবকলীগের জেলা সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আশ্রাফুল আলম প্রমুখ।
প্রসঙ্গত:- ২০০৩ সালে শহরের উত্তর তেমুহনীস্থ ইউনিক হোটেল থেকে শহীদের ক্ষত-বিক্ষত লাশ বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনার মামলায় ৯জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।