নিউজ ডেস্ক:
রোহিত শর্মার দুরন্ত শতরানের ওপর ভর করে পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে সহজেই সাত উইকেটে হারিয়ে সিরিজ ৪-১ ব্যবধানে জিতল ভারত। এই জয়ের ফলে ফের আইসিসি’র একদিনের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেল কোহলিরা।
এদিন ২৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানে। প্রথম উইকেটে এই জুটি ১২৪ রান তোলে। সেখানেই জয়ের ভিত তৈরি হয়ে যায়। ৬১ রান করে রাহানে আউট হলেও এদিন দুর্ধর্ষ ফর্মে ছিলেন টিম ইন্ডিয়ার ‘হিটম্যান’।
অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯৯ রান যোগ করেন রোহিত। এর মধ্যে সম্পন্ন করেন কেরিয়ারের চতুর্দশ শতরান। এদিন ১২৫ রান করেন রোহিত শর্মা। তার ইনিংস সাজানো ছিল ১১টি চার ও ৫টি বিশাল ছক্কায়। রোহিত যখন আউট হন, তখন ভারতের জয় স্রেফ সময়ের অপেক্ষা। বাকি কাজ শেষ করেন কেদার যাদব ও মণীষ পাণ্ডে।
এর আগে আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪২ রান তুলে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। মার্কাস স্টোইনিস ৪৬ এবং ট্রেভিস হেড ৪২ রান করেন। ভারতের হয়ে বাঁ হাতি স্পিনার অক্ষর পটেল ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। জসপ্রীত বুমরাহ দুটি এবং ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ডে ও কেদার যাদব একটি করে উইকেট নেন ।