বিপ্লব নাথ (চট্টগ্রাম) : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৫৭ টন ত্রাণ পাঠিয়েছে চীন। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় চীনের ত্রাণবাহী একটি কার্গো বিমান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে ত্রাণগুলো গ্রহণ করেন। এ সময় চীন দূতাবাসের কর্মকর্তা জং জিয়াজু তার হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
হাবিবুর রহমান বলেন, ‘কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য চীন সরকার আজ ৫৭ টন ত্রাণ পাঠিয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে দুই হাজার ২০০ পিস তাবু রয়েছে। তারা আগামীকাল (বৃহস্পতিবার) আরও ত্রাণ সামগ্রী পাঠাবে। ওই ত্রাণসামগ্রীতে তাবু এবং কম্বল থাকবে বলে চীন দূতাবাসের কর্মকর্তা জানিয়েছেন।’
তিনি বলেন, ‘ত্রাণসামগ্রী কক্সবাজার জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। তারা ত্রাণগুলো রোহিঙ্গাদের মাঝে বিতরণ করবেন।’
এর আগে ভারত, সৌদি আরব, মালয়েশিয়া, মালদ্বীপ, ইরান ও ইন্দোনেশিয়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠায়।