নিউজ ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদে একমাত্র বাংলাদেশি হাসপাতাল সি আর বি পলিক্লিনিকের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশি অধ্যুষিত এলাকা ‘বাথা’র প্রাণকেন্দ্রে হাসাপাতালটি অবস্থিত।
মধ্যপ্রাচ্যের এ দেশটিতে প্রায় ২২লাখ বাংলাদেশি বাস করেন। যার মধ্যে অধিকাংশের বসবাস রাজধানী রিয়াদে। এই পলি ক্লিনিকটির যাত্রার মধ্য দিয়ে রিয়াদের বসবাসরত বাংলাদেশিদের বহুদিনের প্রত্যাশা পূরণ করল। রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কম খরচে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষে হাসপাতালটির যাত্রা শুরু।
গত রবিবার সন্ধ্যায় অনাড়ম্বড় এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লিনিকটির উদ্বোধন করেন এর চেয়ারম্যান বশির আহমেদ নুর। তিনি জানান, সৌদি আরবের রিয়াদে বিশাল সংখ্যক বাংলাদেশির বসবাস হলেও এখানে বাংলাদেশিদের কোন হাসপাতাল নেই। তাই ব্যবসায়ীক দৃষ্টিকোণ নয় মানব সেবার লক্ষ নিয়ে হাসপাতালটির প্রতিষ্ঠা।
হাসপাতালটিতে রয়েছে অভিজ্ঞ বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি নারী ও পুরুষ চিকিৎসক, ২৪ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস, ইমারজেন্সি, ডেন্টাল, শিশু, নাক-কান ও গলা, চক্ষু, মেডিসিন, গাইনী, অর্থোপ্যাডিক, ডায়াবেটিস, ফিজিও থেরাপি, নিজস্ব প্যাথলজি, ডিজিটাল এক্সরে, ইসিসি, কালার ডপলার আলট্রাসনোগ্রাফিসহ যাবতীয় পরীক্ষা-নীরিক্ষার ব্যবস্থা। এছাড়া শুভ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় দেয়া হয়েছে আকর্ষনীয় ছাড়।