রামদাসহ দুই ভাই আটক

0
8

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার ছত্রপাড়ার বিবদমান সম্পত্তি নিয়ে গ্রামে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল শনিবার পুলিশ রামদা, তলোয়ার সদৃশ দেশীয় অস্ত্র, ঢালসহ দুই ব্যক্তিকে আটক করেছে। জানা গেছে, আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামে সম্পত্তি নিয়ে দীর্ঘ বছর ধরে পরস্পর দুই দলের বিরোধ রয়েছে। একাধিকবার দুই দলের ভেতর ওই জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, ওই ঘটনায় একজন নিহতও হয়। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে কয়েক ডজন। গতকাল আবারও সংঘর্ষের জন্য এক পক্ষ রণসজ্জিত হচ্ছে, এমন সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সে সময় অন্যরা পালিয়ে গেলেও ছত্রপাড়া গ্রামের মনির উদ্দীনের ছেলে লাল্টু (৩০) ও মণ্টু (২৮) নামের দুই ভাইকে আটক করে পুলিশ। পরে তাঁদের বাড়ি থেকে তলোয়ার সদৃশ ধারাল অস্ত্র, রামদা ও ঢাল উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে অস্ত্র মামলা করা হয়েছে।