লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাজিরপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে প্রতিপক্ষের লোকজন স্কুল ছাত্র হিমেলকে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। মুমুর্ষ অবস্থায় হিমেলকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুত্রে জানায়, জয়পুরা স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্র ও হাজিরপাড়া বেপারী বাড়ির প্রবাসী মনির হোসেনের ছেলে হিমেল বৃহস্পতিবার বিকেলে বসতঘরের চাঁদে উঠে কবুতরকে ঢিল মারে। এতে ক্ষীপ্ত হয়ে একই বাড়ির ফারুক হোসেন ও তার ভাই জাকির হোসেন হিমেলকে তুলে নিয়ে কাঠের টুকরো দিয়ে পিঠিয়ে হত্যার চেষ্টা চালায়। এব্যাপারে অভিযুক্ত ফারুক হোসেন বলেন,চাঁেদর উপর থেকে ছুড়া ঢিল আমার পিঠে পড়ায় হিমেলকে চড়-থাপ্পড় দিয়েছি। কিন্তু কিভাবে কপাল ফেটেছে বলতে পারবো না।