লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সাবেক এমপি ও বিএনপির সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিনের নাম ব্যাবহার করে, কিছু কুচুক্রী মহল (আলহাজ্ব নাজিম উদ্দিন) নামে ফেইসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মিথ্যা ও বিভ্রান্তি কর তথ্য ছড়াচ্ছে। তাতে বলা হয়েছে তিনি ‘রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে অব্যহতি নিয়েছেন’।
এ সম্পর্কে আলহাজ্ব নাজিম উদ্দিন জানান, আমি জেনেছি একটি কুচুক্রী মহল আমার নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। কেউ যেন এই তথ্য বিভ্রান্ত না হয়, সে ব্যাপারে সবাই কে অনুরোধ করছি। যদি এমন কিছু হত তাহলে উপজেলা বিএনপির পক্ষ থেকে তা জানানো হত।
উপজেল বিএনপির সাধারণ সম্পাদক শেখ মাহাবুবুর রহমান বাহার বলেন, এসব লেখা মিথ্যা ও বানোয়াট, যে আইডি থেকে এসব মিথ্যা তথ্য প্রকাশ করছে, আমরা প্রশাসনিক সহযোগিতা নিয়ে আইডিটি সনাক্ত করার চেষ্টা করছি। এ বিষয়ে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।