রাজবাড়ীর কালুখালীতে স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত মোটরসেইকেল থেকে ছিটকে পড়ে সোনালী আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার সোনাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোনালী আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মো.আল আমিনের স্ত্রী।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে করে আল আমিন ও তাঁর স্ত্রী সোনালী রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক ধরে ঢাকায় যাচ্ছিলেন।
পথে কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় এলে স্পিড ব্রেকারে মোটরসাইকেলটি ধাক্কা খায়।
এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আল আমিন ও সোনালী আক্তার। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনালীকে মৃত ঘোষণা করেন। আহত আল আমিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।