নিউজ ডেস্ক:
রাজধানীর হাজারীবাগ থেকে র্যাব কর্মকর্তা পরিচয় দেওয়া দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। এরা হলো আরশাদ উজ জামান ও রোজী আক্তার। এ সময় তাদের কাছ থেকে র্যাবের জ্যাকেট ও হাতকড়া উদ্ধার করা হয়।
রোববার দুপুরে র্যাব-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শনিবার রাতে হাজারীবাগ থানার পশ্চিম সুলতানগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি জ্যাকেট, হাতকড়া ও মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবউদ্দীন জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার প্রতারক। দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জায়গা-জমিসহ বিভিন্ন আর্থিক ও প্রাতিষ্ঠানিক সমস্যা সমাধানের আশ্বাসে নিজেদের র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন অফিসার হিসেবে পরিচয় দিয়ে আসছিল। জামান র্যাব-২ এর অফিসার কর্নেল জামান পরিচয় দেয়। ২০০৮ সালে একটি বাহিনী থেকে চাকরিচ্যুত হওয়ার পর এলাকায় সে নিজেকে মেজর, ক্যাপ্টেন এবং বড়-বড় রাজনৈতিক নেতার ভাই, ভাতিজা ইত্যাদি পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। আর রোজী বিভিন্ন অ্যাপসের মাধ্যমে পুলিশ অফিসার হিসেবে ছবি তৈরি করে এবং মোবাইলে থাকা র্যাব-পুলিশের ইউনিফর্ম পরিহিত ছবি প্রদর্শন করে নিজেকে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছে। তারা অনেক ব্যক্তির কাছ থেকে এ পরিচয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।