নিউজ ডেস্ক:
রাজধানীতে চারটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন। গতকাল এপিবিএন-৫ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান, গতকাল বনানীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে খাবার বিক্রয় করায় আততীন রেষ্টুরেন্ট এর ব্যবস্থাপক মোঃ এহতেশামকে ৫০ হাজার টাকা জরিমানা, মিলন চাইনিজ রেষ্টুরেন্ট এর ভিতরে মাদক সেবনের বিজ্ঞাপন দিয়ে প্রচারণা করায় ব্যবস্থাপক আলাউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও গুলশানে গ্রান্ড ওরিয়েন্টাল হসপিটাল লিঃ এ অপরিচ্ছন্ন পরিবেশে প্রতিষ্ঠান পরিচালনা করায় ব্যবস্থাপক আসিফ আহম্মদকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এমকে ইলেকট্রনিক্স এ অবৈধভাবে ফুটপাতের মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ব্যবস্থাপক কামরুজ্জামানকে ২৫ হাজার টাকা জরিমানা করা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।
মোঃ সাইদুর রহমান রুবেল আরো জানান, ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।