নিউজ ডেস্ক:
রাজধানীর মধ্য বাড্ডার বৈঠাখালী এলাকায় আগুনে পুড়ে জেসমিন আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ হয়ে তার দুই সন্তান হাসপাতালে ভর্তি রয়েছে।
আজ ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। দগ্ধ হওয়ার পর দুই শিশুসহ ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে জেসমিনের মৃত্যু হয়।
দগ্ধ দুই শিশু হল- সানজিদা আক্তার (৯) ও আমানুল্লাহ জিসান (১১)।
স্থানীয় সূত্রে জানা যায়, জেসমিনের স্বামী আব্বাস আলী কাতার প্রবাসী। দুই সন্তানকে নিয়ে জেসমিন ওই বাসায় ভাড়া থাকতেন। গতরাত সাড়ে ৩টার দিকে বৈঠাখালির ওই এলাকার ফরিদের কাঠের বাড়ির নিচে ভাঙরির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে কাঠের ওই বাড়িটির দ্বিতীয় তলায় থাকা পরিবারের ওই তিনজন দগ্ধ হন। পরে তাদের সবাইকে বার্ন ইউনিটে ভর্তি করা হলে সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেসমিন। এদিকে খবর পেয়ে বারিধারা ও এর আশপাশ এলাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা.পার্থ শংকর পাল বলেন, জিসান ও সানজিদার অবস্থা আশঙ্কাজনক।