যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত বলিয়ারপুরের মিঠুন গ্রেপ্তার

0
9

 

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মিঠুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা দুইটার দিকে উপজেলার হাঁপানিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সংশ্লিষ্ট মামলায় তাঁকে জেলহাজতে প্রেরণ করা হবে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের মকবুল আলী ওরফে চান্দুর ছেলে মিঠুন রহমানের সঙ্গে পাঁচ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয় আলফাডাঙ্গার রঞ্জু সরদারের মেয়ে শিরিনার। বিয়ের কয়েক বছরের মধ্যে তাঁদের দাম্পত্য জীবনে একটি পুত্রসন্তানের জন্ম হয়। দুই বছর পূর্বে মিঠুন আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের ফরিদ ম-লের মেয়ে মহিমার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি মিঠুনের স্ত্রী জানতে পারলে পারিবারিকভাবে গোলোযোগ সৃষ্টি হয়। এরই সূত্র ধরে বিভিন্ন সময় মিঠুন যৌতুকের টাকা দাবি করে মারধর করেন। এমতাবস্থায় শিরিনা যৌতুক দিতে পারবেন না বলে জানালে, মিঠুন গোপনে মহিমার সঙ্গে বিয়ে করেন। এদিকে শিরিনা কোর্টে যৌতুক মামলা করলে কোর্ট মিঠুনকে দুই বছরের সাজা প্রদান করেন। কোর্টের সাজা জানার পর মিঠুন বিভিন্ন অঞ্চলে পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাহাবুদ্দিন ফোর্স নিয়ে তাঁকে আটক করেন। আজ তাঁকে সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হবে।