নিউজ ডেস্ক:
পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে নারীদের অবস্থার উন্নতি এখনও হয়নি৷ আর তাদের মধ্যে সৌদি আরব একটি৷ এখানে অনেক প্রাথমিক অধিকারও ভোগ করতে পারে না নারীরা৷ এই বিষয়টি আরও বেশি করে প্রকাশ্যে আসে যখন সেখানে নারীদের অধিকারের জন্য গার্লস কাউন্সিল গঠন করা হয়৷ কিন্তু কাউন্সিলের প্রথম মিটিংয়েই নারীদের বৈঠকে বসানো হয়নি৷
সেখানে নারীদের যেসব নিয়ম-নীতির মধ্যে থাকতে হয় তা জেনে নিন-
১) দুজন পুরুষ সাক্ষী ছাড়া মেয়েরা সম্পত্তি কিনতে পারবে না৷
২) এখানে কোনো মেয়ে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না৷ এমনটা করলে তাকে রোষের মুখে পড়তে হয়৷
৩) বলা হয়, সৌদি আরবে ধর্ষণের ক্ষেত্রে কড়া আইন রয়েছে৷ তা সত্ত্বেও ধর্ষিতার সংখ্যা সেখানে যথেষ্টই বেশি৷ ধর্ষক তখনই শাস্তি পাবে, যখন এমন কাজের চারজন সাক্ষীর সাক্ষ্য পাওয়া যাবে৷ তাই ধর্ষণ প্রমাণ করা বেশ কঠিন এখানে৷ শুধু তাই নয়, একা ঘরে ধর্ষণের পর সেই নির্যাতিতা যদি একাই রাস্তায় বের হয় তবে সেও শাস্তি পাবে৷ এখানে, স্ত্রীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনকে ধর্ষণের আওতায় ধরা হয় না৷
৪) এখানে কোনো নারী একা রাস্তায় বের হতে পারে না৷ তাকে তার পুরুষ-অভিভাবকের সঙ্গে বেরোতে হয়৷ এমনকি যার স্বামী বর্তমান নয়, তাকে তার ছেলের অনুমতি নিয়ে বেরোতে হয়৷
৫) এতসবের পরেও পড়াশোনার ক্ষেত্রে নারীরা এখানে পুরুষের থেকে এগিয়ে৷ কিন্তু চাকরি ক্ষেত্রে তাদের সংখ্যা খুবই কম৷
৬) গাড়ি চালানোর ক্ষেত্রেও রয়েছে বিধি-নিষেধ৷ অনেক বিরোধিতার পর, সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়া এবং পরিবারের কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেই তাদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে৷