নিউজ ডেস্ক:
যেকোন মুহূর্তে নিয়ন্ত্রণহীন পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে মার্কিন-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া- এমনই চাঞ্চল্যকর হুঁশিয়ারি উত্তর কোরিয়ার! সম্প্রতি মার্কিন-দক্ষিণ কোরিয়ার বাৎসরিক সামরিক মহড়া উলচি ফ্রিডম গার্ডিয়ানে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার ৪০ হাজার সেনা অংশ গ্রহণ করেছে। পাশাপাশি বেসামরিক কর্মী, বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরাও এতে অংশ নেয়।
যৌথ মহড়া প্রস্তুতি বাড়াবে এবং কোরীয় উপদ্বীপকে রক্ষা করবে ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে বলে বিবৃতিতে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও ওয়াশিংটনকে দুষে পিয়ংইয়ঙের তোপ, ট্রাম্প প্রশাসন পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কোরীয় দ্বীপপুঞ্জকে।
এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় দৈনিক রডং সিনমুনের সম্পাদকীয়তে এই মহড়াকে বৈরিতার সবচেয়ে নগ্ন প্রকাশ হিসেবে উল্লেখ করা হয়েছে। মহড়া যে পূর্ণযুদ্ধের রূপ নিবে না, সে নিশ্চয়তাও কেউ দিতে পারবে না বলেও উল্লেখ করা হয় এতে। এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, প্রয়োজনে উত্তর কোরিয়া যেকোন চূড়ান্ত পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।