নিউজ ডেস্ক:
যেকোনো মূল্যে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ইউনিটকে সক্রিয় ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
গতকাল শনিবার এনবিআরের সম্মেলনকেন্দ্রে চলতি অর্থবছরের রাজস্ব পর্যালোচনা সভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
নজিবুর রহমান বলেন,আমরা এডিআরকে স্বচ্ছ করব। এজন্য আমাদেরকে গ্লাস হাউস প্রস্তুত করতে হবে। যেকোনো মূল্যে এডিআরকে সক্রিয় ও শক্তিশালী করতে হবে।
মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- কাস্টমস, আয়কর ও ভ্যাট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা, এনবিআরের প্রথম ও দ্বিতীয় সচিব এবং মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কমিশনার ও মহাপরিচালকগণ।
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে নজিবুর রহমান বলেন, ‘২০১৭ সালের জুনের মধ্যে এনবিআরকে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এজন্য সকলকে সামর্থ্যের সর্বোচ্চ সদ্ব্যবহার করে অভীষ্ট উদ্দেশ্য সাধন করতে হবে।
তিনি আরো বলেন, রাজস্ব আহরণ, বকেয়া কর আদায় ও কর বিষয়ে সচেতনতা সৃষ্টির যে গতি সৃষ্টি হয়েছে, সেটিকে সবক্ষেত্রে আরো বেগবান করে এগিয়ে নিতে হবে। সভায় ২০১৭ সালের জুনের মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সামর্থ্যের সর্বোচ্চ সদ্ব্যবহার করে অভীষ্ট লক্ষ্য অর্জনের আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান।