যুবকের মর্মন্তিক মৃত্যু, দুজন আহত

0
9

মেহেরপুরে দুটি মোটরসাইকেল-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষ
নিউজ ডেস্ক:মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকায় দুটি মোটরসাইকেল ও একটি ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে মোন্তাক নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক। নিহত মোস্তাক মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের সামিরুল ইসলামের ছেলে। আহত ব্যক্তিরা হলেন মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের সুরুজ আলীর ছেলে জাহিদ (৩৮) ও সাবু ম-লের ছেলে আজাদ (৪০)। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দুটি মোটরসাইকেলযোগে তিন যুবক মেহেরপুর শহর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে শহরের পন্ডের ঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাক্টর মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিন যুবক রাস্তার ওপর ছিটকে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠান। কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিদের মধ্যে মোস্তাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে রাজশাহী যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।